শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে সড়ক পরিবহন নেতাদের সঙ্গে অটোরিকসা চালক ও মালিকদের মতবিনিময় সভা

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে ব্যাটারী চালিত অটোরিকসা চলাচলের দাবিতে সড়ক পরিবহন নেতাদের সঙ্গে শুক্রবার সকালে কালিয়াকৈর টার্মিনাল এলাকায় মতবিনিময় সভা করেছেন উপজেলার বিভিন্ন সড়কের অটোরিকসা চালক ও মালিকরা। এসময় দুই পক্ষের আলোচনার মাধ্যমে মহাসড়কের দুই পাশে সার্ভিস লাইনে দিয়ে চলাচলের জন্য উন্মুক্ত করতে আশ্বাস দেয়া হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন মিনারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হযরত আলী মিলন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন, আলহাজ উদ্দিন যুবরাজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন মহাসড়কে ব্যাটারী চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ। যেহেতু এই পেষার সাথে হাজার হাজার পরিবার জরিত। তাই তাদের কথা চিনতা করে সড়ক পরিবহন নিয়ম কানুন মেনে সার্ভিস লাইন দিয়ে চলাচল করবে, সড়কের উল্টোপথে অটোরিকসা চলাচল করতে পারবেনা। 

চলাচল করলেই দায়িত্বরত বলান্টিয়ার আইনগত ব্যবস্থা নিবে। এবং মহাসড়কের দুই পাশে সার্ভিস লাইনে বিভিন্ন কারখানার গাড়ি অবৈধভাবে রাখে ও বিভিন্ন স্থানে বাজার বসিয়ে দখল করে রখেছে সেগুলো হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় অবৈধ বাজার উচ্ছেদ করে অটোরিকসা চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এতে করে মহাসড়কে সড়ক দূর্ঘনা কমবে। আইন অমান্য করে মহাসড়কে অটোরিকসা চললে পুলিশ তার আইনগত ব্যবস্থা গ্রহন করবে। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমকি ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়