শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মরকাবহ কান্দাপাড়া এলাকায় ধামরাই টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কে শুক্রবার ভোরে কয়লা ভর্তি পিকআপ ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে মুনছের হোসেন মঞ্জু (২১) নামের অটোরিকশা চালক নিহত হয়েছে। পরে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করে কালিয়াকৈর থানার পুলিশ। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

নিহত ওই অটোরিকশা চালক ঢাকার ধামরাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায় শুক্রবার ভোর ছয়টার দিকে নিহত ওই অটোরিকশা নিয়ে আমতলী থেকে কালিয়াকৈর বাজারের দিকে আসছিলেন। এসময় ধামরাই গামী কয়লা ভর্তি পিকআপ ভ্যান সামনে থেকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ ঘটনাস্থলে থেকে ঘাতক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো -ন – ১১-৪৩৭৮) টিকে আটক করে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন নিহত ওই যুবককের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়