অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের অধিকার নিশ্চিত নয়ঃ মাওলানা আফজাল হোসাইন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসাইন বলেছেন, “দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক, তাদের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সাভারের আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, “আমরা জনগণের কল্যাণ ও উন্নয়নের রাজনীতি করি। নির্বাচিত হলে আশুলিয়াসহ ঢাকা-১৯ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
“রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ও যানজট সমস্যা নিরসন, শিক্ষার মানোন্নয়ন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। পাঁচ বছরের উন্নয়ন কার্যক্রমের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ ওমর ফারুক, এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীমসহ আশুলিয়া থানা আমীর বশির আহমেদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা-কর্মী ও সাধারণ জনগণ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।