আলফাডাঙ্গা উপজেলাধীন টগরবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বড়বাগ বিএনপির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের ভোট পক্ষে হোক” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বড়বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে ২৫ অক্টোবর শনিবার বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার নাসিরুল ইসলাম নাসির সহ সভাপতি, কেন্দ্রীয় কৃষকদল, সাবেক সংসদ ফরিদপুর এক আসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি, আ: মান্নান মিয়া আব্বাস। সাধারণ সম্পাদক, নূর জামাল খসরু।
সহ সভাপতি সৈয়দ মইনুল ইসলাম কচি, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন। সাধারণ সম্পাদক মো: হাসিবুল হাসান হাসিব, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সদস্য ইসা মিয়া, টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান খাজা, বিএনপি নেতা টুটুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামূল হাসান পারভেজ, পৌর ছাত্র দলের সভাপতি সোহেল শরীফ সহ টগরবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী জাহিদ হাসান জিয়া, সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র দলীয় নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন: মোঃ মুরাদ খান, সাবেক সভাপতি, টগরবন্দ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বড়ভাগ।
শব্দ সঞ্চালন ও উপস্থাপনায়: এস. এম তারেকুজ্জামান (টিটো) যুগ্ম সাধারণ সম্পাদক, আলফাডাঙ্গা থানা বিএনপি।
সার্বিক সহযোগিতায়ঃ ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।