বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রথমবারের মতো বান্দরবানের রুমায় এনসিপি’র মতবিনিময় সভা

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান পার্বত্য জেলা সমন্বয়ক কমিটির উদ্যোগে রুমা উপজেলায় এক সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে রুমা বাজার শেডের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার রুমা সদর ও গালেংগ্যা ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভার মাধ্যমে ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও উন্নয়নমূলক দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিক সমূহ তুলে ধরা হয়। সভায় স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মকৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন, এনসিপির বান্দরবান জেলা মুখ্য সমন্বয়ক মোহাম্মদ শহিদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়ক তপন মারমা, খালেদ মোশারফ হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম, অংথুই মারমা, সদস্য বিনয় জ্যৌতি চাকমা, সালাউদ্দিন, নেজাম উদ্দিন, জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, রুমা উপজেলায় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। তারা আরও জানান, স্থানীয় সমস্যার সমাধান ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় ঐক্য ও জনগণের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

পরে রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা এবং গালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো–এর সঙ্গে আলাদা করে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়