মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে – শামীম তালুকদার 

জামালপুর প্রতিনিধি: জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠা,রাষ্ট্রের প্রতিটি অঙ্গ যার যার মতো স্বাধীন ভাবে চলবে। একজন আরেক জন্যের ওপর কোনো কর্তৃত্ব করতে পারবেনা সে কারণেই তিনি কারো সাথে আপোষ করেনি।

শনিবার  ( ২৫ অক্টোবর) রাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটারা জয়নগর স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম তালুকদার।  শামীম তালুকদার আরো বলেন, ধানের শীর্ষে ভোট দিলে আর যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

রাষ্ট্র পরিচালনার সকল বিষয় ৩১ দফায় উল্লেখ করা হয়েছে।  তিনি আরো বলেন, গত ১৮ বছর দেশটা কে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসের স্তুপ থেকে এ দেশকে ঘুরে দাড়াতে হলে সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবেনা। আগামীতে বিএনপি সরকার গঠন করলে, সকলের মতামত নিয়ে প্রতিটি এলাকায় উন্নয়ন করা হবে। জনগণকে পাশ কাটিয়ে একজায়গায় বসে তালিকা করার দিন শেষে।

সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। অর্ধবৃত্ত ও বাড়ীঘর করার জন্য রাজনীতি করতে আসলে তাকে ব্যবসায়ী হতে বলেন তিনি।  শামীম তালুকদার বলেন, মসজিদে মসজিদে গিয়ে একটি দল বলছে তাদের দলে না থাকলে বলে বেহেশত পাওয়া যাবেনা। এসব বলে বলে মানুষকে বিভিন্ন সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। ঐ দল থেকে সবাইকে সাবধান হতে পরামর্শ দেন তিনি। ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক অধ্যাপক খায়রুল আলম শ্যামল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন,  ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়