রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মোহনগঞ্জের ফাগুয়ায় অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ফাগুয়া গ্রামে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘ফাগুয়া উন্নয়ন সংস্থা’। “বস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫” এর আহ্বায়ক ও ফাগুয়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. আব্দুস সালাম খাঁ’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ৪০ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন, মো. হেলাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক মো. ডালিম, মৎস্য বিষয়ক সম্পাদক মো. জাকিরুল ইসলাম প্রমুখ। সুবিধাভোগীরা জানান, গরিব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে তারা যেমন প্রয়োজনীয় পোশাক পেয়েছেন, তেমনি সামাজিক ভালোবাসা ও বন্ধনও আরও দৃঢ় হয়েছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ফাগুয়া উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা ও যুগ্মসচিব মো. মাহবুব হাসান শাহীন বলেন, “বেতাই নদীর তীরবর্তী ফাগুয়া একটি মনোরম গ্রাম।

ফাগুয়া উন্নয়ন সংস্থার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সকল স্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে তাদের দুঃখ অনেকটাই লাঘব হবে।” তিনি আরও জানান, ফাগুয়া গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ব্রিজ ও রাস্তার কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ অঞ্চলের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংস্থার সভাপতি মো. সাইফুল ইসলাম অনলাইন বক্তব্যে বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই আয়োজন।

মানবকল্যাণে এমন উদ্যোগ আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব।” সাধারণ সম্পাদক মো. আল আমিন তালুকদার, রিসার্চ অফিসার (সহকারী অধ্যাপক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অনলাইন বক্তব্যে বলেন, “২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফাগুয়া উন্নয়ন সংস্থা সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানবসেবা ও কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের আহ্বায়ক মো. আব্দুস সালাম খাঁ বলেন, “গ্রামের গরিব মানুষের মাঝে কাপড় দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

” উপদেষ্টা মো. হেলাল উদ্দিন খান বলেন, “ফাগুয়া উন্নয়ন সংস্থা ইতিমধ্যে সামাজিক উন্নয়নে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ ধরনের মানবিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।” বস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় ফাগুয়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের উদযাপন কমিটির সদস্য সচিব মো. লালন আহমেদ অনলাইন বক্তব্যে বলেন, “ভাটি এলাকার অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে থাকা আমাদের ফাগুয়া উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য। আগামীতে আমরা সমাজের উন্নয়নে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়