বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে দেড় বছর পর মেয়ে শিশুর লাশ উত্তোলন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়ার শিশু নওসীন ইসলাম শারমিনা (৯) লাশ দেড় বছর পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উত্তোলন করা হয়। শিশু শারমিন উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের নাফিরুল ইসলাম সুমনের মেয়ে।

গত ২০২৪ সালের ৪ জুন খেলতে গিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। ১২ দিন পর তার লাশ ডোবায় ভেসে উঠে। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তার বাবা ভূঞাপুর থানায় একটি মামলা করে। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করে।

আদালতের ডিএনও করার নির্দেশ দিলে ভূঞাপুরের সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. রাজিব হোসেন, ভূঞাপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ জাহীন হীরা ও পিবিআই এর তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শফিউল আলম লাশ উত্তোলন করে টাঙ্গাইল ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়