বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পথচারীর মাঝে খাবার বিতরণ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর)) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে পৌর এলাকার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় ১ হাজার প্যাকেট খাবার পথচারীর মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক।

এ সময় উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সিনিয়র যুগ্ন- আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক যুগ্ন- আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক সদস্য মামুন হোসেন বরাত,

সাবেক সদস্য শামীম আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব আলী মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ন- আহ্বায়ক হুমায়ন কবির শাকিল, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আসমাউল শেখ, যুগ্ন-আহ্বায়ক হোসেন আলী, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়