বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের  অবহেলায় বুধবার (২৯ অক্টোবর)  প্রসূতির মৃত্যু হয়েছে।  জানা যায়, পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের জামাল ভূঁইয়ার স্ত্রী মাসুমা(২০) প্রসববেদনা নিয়ে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।

কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। তাকে দালাল চক্রের সদস্যরা স্থানীয় বেসরকারি ক্লিনিক  সিটি হার্ট  হাসপাতালে ভর্তি করে। টাঙ্গাইলের ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা  ডাক্তার এনামুল হক  সোহেল তার সিজার করে, এর পরে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়ে। বেগতিক দেখে  জরুরি ভিত্তিতে তাকে এম্বুলেন্স যোগে টাঙ্গাইল পাঠানো হয়।

ইতোপূর্বে ভূঞাপুরের একটি ক্লিনিকে  এনেস্থিসিয়ার কারণে তার হাতে একজন প্রসূতির মৃত্যু হয়। বাচ্চাটিকে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতিকে দ্রুত রেফার করার কারণে রোগীর স্বজনদের সন্দেহ হয়। স্বজনেরা দাবী করেন, প্রসূতি  মারা গেছে বলে আমাদের ফাঁকি দেয়ার জন্য দ্রুত টাঙ্গাইলে পাঠানো হয়েছে। পরে প্রসূতির মৃত্যুর খবর পায়।

প্রসূতির স্বজনেরা সিটি  হার্ট  হাসপাতালের দুই জনকে আটক করে পুলিশ সোপর্দ করে। ভূঞাপুর থানার উপ পরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়