জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটিতে কামরুজ্জামান, মানিকগঞ্জ জেলা কমিটির অভিনন্দন
 
                                          
                     
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সচিব পদে মো. কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ পদে একজন মানিকগঞ্জবাসীর দায়িত্ব প্রাপ্তিকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন। জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সংগঠনের জেলা পর্যায়ের নেতারা জানান, শ্রমিক অধিকার রক্ষা, সংগঠনের বিকাশ এবং নেতৃত্বের ক্ষেত্রগুলোতে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ কামরুজ্জামানকে এই পদে মনোনীত করা হয়েছে। তার দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় কমিটিতে মানিকগঞ্জের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
কামরুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় থাকায় তাঁর এই পদোন্নতি স্থানীয় রাজনীতিতে নতুন গতিশীলতা আনতে পারে। এতে তৃণমূলেও উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।
কামরুজ্জামান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তরের সম্পন্ন করেন। সংগঠন ও পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে শ্রমিককল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
জাতীয় শ্রমিক শক্তি মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সোহেল রানা সুহাইল বলেন, কেন্দ্রীয় কমিটিতে তাঁর নেতৃত্ব সংগঠনের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 
                                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।