কালিয়াকৈরে ছিনতাইকারীকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ
 
                                          
                     
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। এসময় ওই ছিনতাইকারীর অপর সঙ্গীরা কৌশলে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে ওই ছিনতাইকারীকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত যুবক হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের বাবুল হোসেনের ছেলে শান্ত হোসেন(২৫)। সে চন্দা এলাকায় ভাড়া বাড়িতে থেকে চুরি ছিনতাই করতো। তার বিরুদ্ধে থানায় আগের ছিনতাই মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার রাতের নয়টার দিকে কয়েকজন যুবক এক পথচারীর গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ওই পথচারীর ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে অন্যন্যরা পালিয়ে যাওয়ার সময় শান্তকে আটক করে এলাকাবাসী। পরে তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন ওই ছিনতাইকারীর বিরুদ্ধে আগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।


 
                                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।