তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাইচেষ্টা, জনতার হাতে যুবক আটক
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিকাশের দোকানে খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেছে এক যুবক। তবে জনতার তাৎক্ষণিক উপস্থিতিতে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় এই ঘটনা ঘটে। এতে এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলামের বিকাশের দোকানে এক যুবক হঠাৎ পিস্তল সদৃশ বস্তু দেখিয়ে টাকা দাবি করে। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। আটক যুবকের নাম রানা আহমেদ (২২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি মহল্লার আব্দুল মোমেনের ছেলে। পরবর্তীতে জানা যায়, তার হাতে থাকা পিস্তলটি আসলে একটি গ্যাস লাইটার ছিল।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে জানা যায়, ছেলেটি কিছুটা অপ্রকৃতিস্থ। মানবিক কারণে স্থানীয়রা বসে ঘটনাটি মিটমাট করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।