ভূঞাপুরে গরুসহ ৪ চোর গ্রেফতার


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেলাসহ আশপাশের জেলায় গরু চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোর্টে চালান দেয়া হয়। চোর চক্রের সদস্যদের বুধবার বিভিন্ন জায়গায় অভিযান করে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি গরু, একটি সাদা রঙের পিকআপ, ধারালো চাপাতি ও কাটার মেশিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রাকিব (২৮), রংপুর জেলার কোতোয়ালী উপজেলার সাহাবাজপুর গ্রামের মৃত মেনাজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (২৮), টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি(৩৭), মির্জাপুর উপজেলার ত্রিমোহোন গ্রামের মৃত আনসের আলীর ছেলে লতিফ(৪৮)।
থানা পুলিশ সুত্রে জানায়, প্রথমে রাকিব ও সুরুজ মিয়াকে টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে আদালতে দেওয়া তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অপর দুই আসামি রবিউল ইসলাম রাব্বি ও মো. লতিফকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। অভিযানে উদ্ধারকৃত গরু, পিকআপ, ধারালো চাপাতি ও কাটার মেশিন পুলিশের হেফাজতে রয়েছে।
পরে এ ঘটনায় আজ বিকেলে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।