বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও দলীয় নেতাকর্মীর নামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধায় উপজেলার আওনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওনা ইউনিয়ন বিএনপি।

আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,  আওনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগসহ অনেকেই।  প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ।

এসময় ফ্যাসিস সরকারের দোসর ও দলের মধ্যে ঘাপটিমেরে থাকা কিছু লোকজন মিলে ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। এধরণের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদ জানান তিনি। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।  এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়