বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা এবং কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রয়ের অভিযোগে এসব জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহার নেতৃত্বে ও কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, পুলিশসহ নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে উলিপুর শহরের পোস্ট অফিস মোড়ে হাজী বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে ১০ হাজার টাকা ও উলিপুর মধ্যবাজারে অবস্থিত শাহীন স্টোরকে কৃত্রিম ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রয়ের অভিযোগে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ২০কেজি কৃত্রিম ক্ষতিকর রং দিয়ে তৈরি করার চিপস উদ্ধার করে ধ্বংস করা হয়েছে ও শ্যামল স্টোর হতে ক্ষতিকর সালটু জব্দ করে ধ্বংস করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়