বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

মো: সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসির নগরে অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা। কয়েক হাজার নেতাকর্মীর পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো নাসির নগর সদর। শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় রাজনৈতিক মহলে ছড়িয়েছে ইতিবাচক বার্তা।

আজ মঙ্গলবার দুপুর ১২টা দিকে নাসির নগর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। ব্যানার, ফেস্টুন, ঢাক-ঢোল আর স্লোগানে মুখর মিছিলটি নাসির নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নাসির নগর শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। নাসির নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাসির নগর উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাসির নগর উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব এডভোকেট কামরুজ্জামান মামুন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির নগর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মোঃ আমিরুল হোসেন চকদার। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ নেওয়াজ চৌঃ ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

বক্তব্য রাখেন, মোঃ আব্দুল মতিন -সদস্য উপজেলা যুবদল, সাদেকুর রহমান, সদস্য উপজেলা যুবদল, জনাব হাফেজ মিয়া – সদস্য উপজেলা যুবদল, শেখ হোসাইন – সদস্য উপজেলা যুবদল, জুয়েল রানা – সদস্য উপজেলা যুবদল গোলামনুর মেম্বার – সহ ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, আওয়াল মেম্বার সদস্য উপজেলা বিএনপি, হুমায়ুন কবির ভূইয়া সদর ইউনিয়ন বিএনপি, জামাল আহাম্মেদ সাবেক সহ সাধারণ সম্পাদক উপজেলা যুবদল, কামাল মাহমুদ উপজেলা যুবদল নেতা, ওয়ালি রহমান উপজেলা যুবদল নেতা, সাদেকুর রহমান – সদস্য সচিব উপজেলা জাসাস, মোঃ সাইফুল ইসলাম যুগ্ম আহবায়ক শহীদ জিয়া স্মৃতি সংসদ নাসির নগর উপজেলা শাখা, শামিমুল ইসলাম উপজেলা সেচ্ছাসেবক দল নেতা,

অলিউর রহমান শ্রমিক দল নেতা, তাকিউল ইসলাম সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল, চৌধুরী ডালিম সাধারণ সম্পাদক গোকর্ণ ইউনিয়ন ছাত্রদল, ইখতিয়ার আহাম্মেদ তপু সহ সভাপতি নাসির নগর সরকারী কলেজ ছাত্রদল, আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নাসির নগর সরকারী কলেজ ছাত্রদল, তৌহিদ মিয়া আহবায়ক উপজেলা তরুনদল, নিজাম আলম সদস্য সচিব উপজেলা তরুনদল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়