বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির গনশুনানী অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সেবাপ্রদানকারি ও সেবাগ্রহনকারিদের মধ্যে যোগসুত্র স্থাপন, জনগনের অধিকার সম্পর্কে সচেতন করা, সুশাসনের ও সাধারন মানুষের ক্ষমতায়নের পথ তৈরি করা নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ও এ্যামবাসি অফ সুইডেন এর অর্থায়নে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এ বাস্তবায়নে এ গনশুনানী অনুষ্ঠিত হয়।

এসময় বেলকুচি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোছা: শারমিন আকতারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সাব্বির আহমেদ শুভ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মো: নোমান সরকার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন এনডিপি-সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মোছা: আকতারী বেগম, এফএফ মোছা: রাজিয়া সুলতানা, এফএফ আকলিমা খাতুন, উপজেলা ও ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সদস্যবৃন্দ ও নারী ,পুরুষ ও যুব দলের সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়