বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নুর আলমকে ফিরে পেতে বাবার আকুল আবেদন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী সন্তান মো: নুর আলমকে ফিরে পেতে বাবা মো: মাকমুদুল হাসান সবার সহযোগিতা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন। নিখোঁজ নুর আলম এনায়েতপুর থানাধীন খুকনী আটারদাগ গ্রামের মো: মাকমুদুল হাসানের ছেলে। বাবা মাকমুদুল হাসান জানান, তাঁর ছেলে মো: নুর আলম (২৩) মানসিক প্রতিবন্ধী।

গত ১৯ অক্টোবর (রোববার) সকাল ৮ঘটিকার সময় এনায়েতপুর থানাধীন খুকনী এলাকা হতে নিখোঁজ হন তিনি। এরপর আশপাশের গ্রাম, পাড়া-মহল্লা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে বাবা মাকমুদুল হাসান এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৬৬, তারিখ: ২০ অক্টোবর ২০২৫) করেন।

কান্নাজড়িত কণ্ঠে বাবা মাকমুদুল হাসান বলেন, “আমার ছেলেটা মানসিক প্রতিবন্ধী। তিন দিন হয়ে গেল, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। আপনারা যদি আমার সন্তানকে কোথাও দেখতে পান, দয়া করে আমাকে জানাবেন। আমার বুকের ধনকে ফিরে পেতে চাই। তিনি দেশবাসীর প্রতি অনুরোধ করে বলেন, “যদি কেউ আমার ছেলেকে দেখতে পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে ০১৩৩৮৩১৮৮২৭ এই নম্বরে যোগাযোগ করবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়