বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ট্রাকচাপায় নওশের প্রামাণিক (৬৫) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কানখোলা মোড় এলাকায় চাটমোহর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নওশের প্রামাণিক মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামাণিকের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, নওশের প্রামাণিক অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি অবৈধ ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মুহূর্তেই পাবনাগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর ট্রলিটি পালিয়ে গেলেও সরকারি চালবোঝাই ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।

পরে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “নিহতের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়