বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে বিয়ের দাবিতে চাচার শালি ভাতিজার বাড়িতে দুই দিন ধরে অনশন ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎বিয়ের দাবিতে চাচার শালি দুই দিন ধরে ভাতিজার বাড়িতে অনশন করছেন ভাগনি মুন্নি আক্তার (১৮)। প্রেমিক ভাতিজা সোহান হোসেন (২০) তার উপস্থিতির খবর পেয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বোয়ালীয়া গ্রামের পশ্চিমপাড়ায়। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, সোহান হোসেন ওই গ্রামের জাব্বার সরকারের ছেলে। সম্পর্কের দিক থেকে মুন্নি আক্তার তার চাচার শালি (চাচার স্ত্রীর বোন)।

দুই পরিবারের বাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছিল। ‎ ‎এর আগেও মুন্নি বিয়ের দাবিতে জাব্বার সরকারের বাড়িতে অবস্থান নিয়েছিলেন, তবে তখন পরিবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এবার তিনি ফের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করলে সোহান গা ঢাকা দেন। ‎ ‎সরেজমিনে দেখা যায়, জাব্বার সরকারের বাড়ির সামনে কৌতূহলী লোকজনের ভিড় জমেছে।

পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি নন। মুন্নি আক্তার এখনও ওই বাড়িতেই অবস্থান করছেন, তবে তার বাবার নির্দেশে কেউ তার সঙ্গে কথা বলতে পারছেন না। ‎ ‎স্থানীয় এক ব্যক্তি জানান, “গত রাত থেকে মেয়েটি ওই বাড়িতেই আছেন। এলাকাবাসী এমন ঘটনার নিন্দা জানিয়ে পরিবারের চলাচলও বন্ধ করে দিয়েছে।” ‎ ‎একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য বলেন, “মেয়েটির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের সম্পর্ক প্রায় দেড় বছর ধরে চলছে। মঙ্গলবার রাত থেকেই তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন, কিন্তু ছেলেটি পালিয়েছে।”

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই। কেউ অভিযোগ করলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়