বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে নদীতে ভাসছিল শিশুর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর নাম মুরাদ হাসান (৬)। সে বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে খেলার জন্য মুরাদ হাসান বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তারা আশপাশের এলাকায় বহু খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

আজ মঙ্গলবার সকালে বৈলতলা গ্রামে বাড়ির পাশে গাজীখালি নদীতে শিশু মুরাদ হাসানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ সাহা জানান, গাজীখালি নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে বলেও তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়