বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পুলিশ হত্যা মামলায় জেলা কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু (৮০) ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  চারটি মামলায় গত ৬ মাস ধরে তিনি কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দী অবস্থায় মারা যান বলে ছোট ছেলে কামাল আহমেদ খান এ প্রতিবেদককে জানিয়েছেন।

জানা যায়, পুলিশ হত্যা সহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। তবে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য এপ্রিল মাসের ২২ তারিখের দিকে সিরাজগঞ্জ জর্জকোটে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বার্ধক্য সহ অসুস্থ ছিলেন।  মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু  স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।  সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার এম, এম কামরুল হুদা জানান,  বাচ্চু খান হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগাক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারাগার থেকে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়েছে। স্বজনরাও রওনা হয়েছেন মরদেহ গ্রহনের জন্য।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়