বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যুব দলের ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) পালিত হয়েছে। ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে সকাল ১১ ঘটিকার সময় ভূঞাপুর উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু ,

পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, বক্তব্য রাখেন অর্নির্বান আমীর দুখু, তরিকুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদলসহ অংগ সংগঠের নেতৃবৃন্দ, সভায় বি়ভিন্ন ইউনিয়নের খন্ড খন্ড মিছিল নিয়ে মিছিলে এসে শরীক হয়। সালাম পিন্টু তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন নির্যাতন সহ্য করে আন্দোলন করতে হয়েছে,দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার নীল নকশা করেছিল, বর্তমানেও ষড়যন্ত্র চলছে। আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তারেক জিয়ার নেতৃত্ব একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার আহবান জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়