গোবিন্দগঞ্জে পৃথক দুটি সড়ক দুঘর্টনায় নিহত-১ আহত-৪


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট সড়কের কাটা নামক স্থানে আজ শুক্রবার বিকালে মোটরসাইকেল দুঘর্টনায় হাসান বাবু ওরফে সাগর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় নিহত হাসান বাবুর মোটরসাইকেলে থাকা মা ও বোন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত হাসান বাবু উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্বপাড়ার আয়ুব আলী সরকারের ছেলে। অপরদিকে আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় মোটরসাইকেল দুঘর্টনায় একজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।