পটুয়াখালী ভার্সিটিতে, এসইই-এর নতুন সদস্যদের ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত


দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট (এসইই) -এর আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্যদের “ওরিয়েন্টেশন ও গ্রুমিং সেশন”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন এসইই-এর উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আক্তার এবং সহকারী অধ্যাপক আরিফুর রহমান। উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শুধু পাঠ্যবই নয়, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসইই-এর এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে।” তিনি নবাগত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানের একটি বিশেষ অংশ ছিল অনলাইন ঈদ আনন্দ প্রতিযোগিতা ও ৩১ ডিসেম্বরের আতশবাজি নিয়ে সচেতনতামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভাইস চ্যান্সেলর ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মূল আয়োজন শুরু হয় এসইই-এর এ পর্যন্ত সম্পন্ন হওয়া কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শনের মাধ্যমে। এরপর শুরু হয় গ্রুমিং সেশন।
প্রথম সেশনে ‘সিভি মেকিং ও কমিউনিকেশন মাস্টারক্লাস’ পরিচালনা করেন হাসান মাহমুদ সম্রাট (এইচআর প্রফেশনাল, ইউএস বাংলা গ্রুপ; লিড, কর্পোরেট অ্যাফেয়ার্স, এক্সিলেন্স বাংলাদেশ)। দ্বিতীয় সেশনে ‘কনটেন্ট রাইটিং ও পাবলিক স্পিকিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন আ স ম কামরুল ইসলাম (লেকচারার, গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ)। উভয় সেশনেই অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ এবং প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের হাতে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষাংশে এসইই-এর সভাপতি মোসা. সুমাইয়া তাসনিম আশা সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন এবং সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসান নবাগত সদস্যদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
এই প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে নতুন সদস্যদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।