পাটক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নিজের দেওয়া বৈদ্যুতিক শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের নারিকেলবাড়ি মাষ্টার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে এবং নুরুজ্জামান মাষ্টারের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুল হাকিমের বাড়ির পাশের পাটক্ষেতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়। শিয়ালের দল রাতের বেলা ক্ষেত নষ্ট করে ফেলছিল। ক্ষেত রক্ষায় তিনি বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে শিয়াল মারার ফাঁদ তৈরি করেন।
দুর্ঘটনার দিন সকালে তিনি ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটক্ষেতে প্রবেশ করেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি মৃত শিয়ালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আব্দুল হাকিম একজন সাদাসিধে কৃষক ছিলেন এবং শিয়ালের উপদ্রবে ক্ষেত রক্ষার জন্য ফাঁদ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ফাঁদেই তার প্রাণ গেল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।