সরিষাবাড়ীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত


মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’- শীর্ষক স্লোগানে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার-ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) লিজা রিছিল এতে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া, শ্রম কল্যাণ কেন্দ্রের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহম্মদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি, এনসিপি, গণধিকার পরিষদসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আরডিএম উচ্চ বিদ্যালয় থেকে পৃথক শোভাযাত্রা বের করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।