রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোবিন্দগঞ্জে মাটির দেয়াল ধ্বসে পড়ে এক ব্যক্তি নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে মাটির দেয়াল ধ্বসে পড়ে ফারুক শেখ নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফারুক শেখ পলুপাড়া গ্রামের আবু তাহের শেখের একমাত্র সন্তান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে মুখের দাড়ি সেভ করার জন্য মাটির ঘরের দেয়ালের পাশে বসে কাজ করছিল, এমন অবস্থায় মাটির দেওয়াল ধ্বসে তার শরীরের উপর পড়ে যায়, তখনই এলাকাবাসীর দৌঁড়ে গিয়ে তাকে ওখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়