তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে, গাজীপুরে সুতা তৈরির কারখানাসহ ঝুটের গোডাউন পুড়ে ছাই


কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরে কোনাবাড়ি মেট্রো থানার দেহলাবাড়ি বেলতলা এলাকায় শনিবার দুপুরের দিকে একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। বয়জার লিমিটেড নামক সুতা তৈরির কারখানা থেকে আগুনের সুত্রপাত হয়ে আশপাশের ১২টি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটে ঘটনাস্থলে যান। পরে আরো গাজীপুর থেকে আরো তিনটি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেয়। ছয়টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা চতুরদিক থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।
এলাকা ঘনবসতি হওয়াতে সুতা তৈরির কারখানা ও জুটের গোডাউনের আশপাশে শত শত বাসা বাড়ী থাকায় আতংক ছড়িয়ে পড়ে। অনেক বাসাবাড়ীর মালামাল সরিয়ে নিয়ে যায়। আগুনের তালো ধোয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। তবে একটার দিকে দমকা হওয়া থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। দেড়টার দিকে বৃষ্টি হওয়ার পর আগুনের তীব্রতা কমতে থাকে। এসময় আগুন নেভানোর জন্য স্থানীয়রাও ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাজ করছেন বলে জানা যায়।
এলাকাবাসী ও স্থানীয়রা জানান, বয়জার লিমিটেড নামক একটি সুতা তৈরির কারখানাসহ ঝুটের গোডাউনের মালিক আসাদুল ইসলাম, রুস্তম আলী, তানভীর হাসান , ইসমাইল হোসেনের সহ ১২ টি গোডাউনে রাখা ঝুট, সুতা ও মালামাল পুড়ে যায়। আসাদুজ্জামান, রুস্তম হোসেন বলেন, তাদের প্রত্যেক ঝুটের গোডাউনে কয়েক কোটি টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। এখন আমাদের আর কিছুই নেই। ব্যাংক থেকে ঋন তুলে ব্যবসা শুরু করেছিলাম।
গাজীপুর ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক, আব্দুল্লাহ আল মামুন বলেন, ১১টার দিকে বয়জার লিমিটেড নামক একটি সুতা তৈরির কারখানা থেকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। এতে আগুন নেভাতে না পারলে পরে গাজীপুর থেকে আরো তিন ইউনিটের সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগদান। দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।