রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

উজ্জ্বল অধিকারী: তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের  বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে বেলকুচির  শেরনগর একটি মিলনায়তনে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি পদে আলহাজ্ব মাহবব আলম ও সেক্রেটারি পদে আব্দুল আলীম রব্বানীকে নির্বাচিত করা হয়।

২১ সদস্য বিশষ্টি এই কমিটিতে সহসভাপতি পদে আলহাজ্ব শহীদুল ইসলাম, আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, আলহাজ্ব আমিরুল ইসলাম, সহসেক্রেটারী খালিদ হোসাইন, ইমরান হোসেন সরকার, অফিস সম্পাদক রুহুল আমিন , অর্থ সম্পাদক মাও. আবুল খায়ের মিলন, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সদস্য পদে- বাবুল আহম্মেদ, আরমান হোসেন বরাদ, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল মান্নান, ফাহিম আহম্মেদ, ডা. মেজবাহ সরকার, সাইফুল ইসলাম শিশির, মোনায়েম সরকার, মজনু আকন্দ, হাফেজ আলী আহম্মদকে মনোনীত করা হয়।

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা, প্রধান বক্তা সংগঠনের জেলা উপদেষ্টা অধ্যক্ষ আলী আলম, বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন খসরু সিদ্দিক, বেলকুচি উপজেলা উপদেষ্টা আরিফুল ইসলাম সোহেল, জেলা সেক্রেটারী খন্দকার আল আমিন, জেলা সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আবু সাইদ প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়