গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী থেকে প্রায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ শনিবার রাত আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে ৪ কেজি ৯শ’ গ্রাম গাঁজা সহ আল-আমিন সরদার (৩৩) ও নতুন সরদারকে (৩৪) গ্রেপ্তার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া র্যাব-০৬ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রেজাউল হক এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।