গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট সড়কের কাটা নামক স্থানে আজ শুক্রবার বিকালে মোটরসাইকেল দুঘর্টনায় হাসান বাবু ওরফে সাগর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় নিহত হাসান বাবুর মোটরসাইকেলে থাকা মা ও বোন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহত হাসান বাবু উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্বপাড়ার আয়ুব আলী সরকারের ছেলে। অপরদিকে আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় মোটরসাইকেল দুঘর্টনায় একজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.