মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে বিএনপি নেতার পিতার কুলখানি অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মানিকগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বজলুর রহমানের  পিতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা শহরের পশ্চিম দাসরা এলাকার নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৯ জানুয়ারি রাত ৯ টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে  পৃথিবীর মায়া ত্যাগ করেন বিএনপি নেতা ভিপি বজলুর  পিতা আলী হোসেন (৬৫)। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড জামিলুর রশিদ খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ নুরুজ্জামান, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি দেওয়ান আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অ্যাডভোকেট বজলুর রহমানের পিতা মরহুম আলী হোসেন খাদ্য অধিদপ্তরে চাকরি করতেন। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ছাড়াও  সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়