সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার রহমান
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সিবিপি মনোনীত প্রার্থী কমরেড মো: মতিয়ার রহমান। আপিল শুনানির চতুর্থ দিনে তার আপিল মঞ্জুর করে ইসি। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা কারণ হিসাবে উল্লেখ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত নেতৃত্বের স্বাক্ষর নির্বাচন কমিশন আপডেট না করার কারণে বর্তমান নেতৃত্বের স্বাক্ষর তারা মনোনয়ন ফর্মে গ্রহণ করেননি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের মধ্যে থেকে ৮ জন সিপিবি মনোনীত প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী বেলকুচি উপজেলা শাখার সভাপতি কমরেড মো: মতিয়ার রহমানের প্রার্থীতা ফিরে পায়। এই বিষয়ে মতিয়ার রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের গাফলতির কারণে আমাদের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বাতিল হয়ে গিয়েছিলো। কংগ্রেসের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবার পর পার্টির পক্ষ থেকে সকল কাগজ পত্র নির্বাচন কমিশনে পাঠানোর পরও আমাদের এই রূপ হয়রানির শিকার হতে হলো। এই বিষয়টা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা আমরা বোঝার চেষ্টা করছি। কমিশনের যে কোনো প্রকার কারসাজির প্রচেষ্টা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা সদা সতর্ক দৃষ্টি রাখছি।, মতিয়ার রহমান সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, নতুন প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় ও নিরাপদ দেশ গঠনের লক্ষ্যে কাস্তে মার্কা নিয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।