বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইয়াবা ট্যাবলেটসহ নাগরপুরে ইসলামী আন্দোলনের এক নেতা গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবুল হোসেন। তিনি নাগরপুর সদর ইউনিয়নের মরহুম নুরুল ইসলাম নুরুর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরপুর উপজেলা শাখার অন্তর্গত সদর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে পরিচিত।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত একটি অটোরিকশার পার্টস বিক্রির দোকানের আড়ালে আবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল—এসআই রাকিব, এএসআই তাহের ও আতিক—উক্ত দোকানে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং আবুল হোসেনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশের প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিক্রি করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইয়াবাসহ এক রাজনৈতিক দলের স্থানীয় নেতাকে গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে বুধবার (১৪ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এদিকে গ্রেফতারের ঘটনার প্রায় ২৩ ঘণ্টা পার হলেও মামলার তদন্ত কর্মকর্তা আসামির ছবি ও বিস্তারিত তথ্য সরবরাহে বিলম্ব করছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ওসি মুরাদ হোসেন আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়