অনিয়মের অভিযোগ থাকলে তদন্তের আহবান আসিফ মাহমুদের
সংবাদের আলো ডেস্ক: নিজের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা তদন্তের আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান।
আসিফ বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নানা মহল থেকে এমন অভিযোগ তোলা হয়। ভবিষ্যতেও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
নির্বাচনে গণমানুষের আর্থিক সহযোগিতা বিষয়ক একটি ওয়েবসাইট উদ্বোধন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এনসিপি নেতা জানান, জনগণের ছোট ছোট অনুদানেই তারা নির্বাচন করতে চান। তাতে নির্বাচিত প্রতিনিধিরা কেবল জনগণের কাছে দায়বদ্ধ থাকেন।
সংবাদ সম্মেলনে donate.ncpbd.org একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় সর্বনিম্ন দশ টাকা থেকে যেকোনো অংকের আর্থিক সহযোগিতা করা যাবে এ ওয়েবসাইটের মাধ্যমে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।