আলফাডাঙ্গায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণ
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আন্ত:শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আলফাডাঙ্গা উপজেলা শাখা। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে সীরাতচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়। শুক্রবার (৭ নভেম্বর) দিনব্যাপী আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ৪০ জন শিক্ষার্থী বিজয়ী হন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক হাফেজ মো: মুয়াজ বিন নাসির। এরপর ইসলামিক সংগীত পরিবেশন করেন প্রতিভা সাংস্কৃতিক সংসদ, ফরিদপুরের পরিচালক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তরুণ প্রজন্ম যদি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়, তবে সমাজে ন্যায়, নীতি ও আদর্শ প্রতিষ্ঠা সম্ভব।
ছাত্রশিবিরের এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী চিন্তা ও চেতনায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। নবীজির (সা.) জীবনী অধ্যয়ন তরুণদের চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মো: ওবাইদুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন,নবীজির (সা.) জীবনের প্রতিটি দিকই আমাদের জন্য শিক্ষণীয়। ছাত্রশিবির সবসময়ই চায় শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, চরিত্র ও আদর্শেও সফল হোক।
সীরাত অধ্যয়ন সেই পথকে প্রশস্ত করে। সভায় আরও বক্তব্য দেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মাওলানা কামাল হোসাইন, সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা এস,এম রিদওয়ানুন্নবী, জেলা ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক মোহাম্মদ অহিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের দলীয় নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন, এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ নাঈম শেখ। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।