শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৫তম জন্ম জয়ন্তী: রাউজান আদ্যাপীঠে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ
চট্টগ্রাম প্রতিনিধি: রাউজান উত্তর গুজরার কৃতি সন্তান ও কলকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সংঘ গুরু বিশ্ববন্ধনীয় মাতৃসাধক শ্রীমত অন্নদা ঠাকুরের ১৩৫তম শুভ আবির্ভাব উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর, শুক্র ও শনিবার রাউজানের উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী ষোড়শ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে প্রতিদিন দুপুর ও রাতে আগত ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে সম্প্রতি আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল রাউজানের সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার ও বরুণ মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি কর, এবং অন্যান্য সদস্য অনিল বিশ্বাস, মাস্টার সুপক বিশ্বাস, শিবু খাস্তগীর, সজল বিশ্বাস, মাস্টার বিজয় বিশ্বাস, তাপস সেন, অসীম বিশ্বাস, সত্যজিৎ চৌধুরী, অন্তু বিশ্বাস, প্রিন্স চৌধুরী শুভ, জনি চক্রবর্তী, বিষ্ণু মহুরী প্রমুখ। আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে এই মহতী অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়। তিনি ১২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।