মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ব্লাস্ট ও লফসের জেন্ডার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত 

রাজশাহী প্রতিনিধি: জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে এবং উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় এই সেশনগুলো পরিচালিত হয়।

১৮ ও ১৯ জানুয়ারি তারিখে মহানগরীর তিনটি পৃথক স্থানে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এলাকাগুলো হলো: ২৮ নং ওয়ার্ডের মিজানের মোড়, ​২০ নং ওয়ার্ডের মুন্সিডাঙ্গা ও ​বেলদারপাড়া এলাকা।

আলোচনা সভাগুলোতে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন এবং প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন।ব্লাস্টের পক্ষ থেকে সেশনগুলো পরিচালনা করেন প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি সভায় স্থানীয় ৩১ জন নারী ও পুরুষ অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ ধরনের উঠান বৈঠক সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগকে আরও ফলপ্রসূ করে তুলেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়