মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

সংবাদের আলো ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। খুব শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়ন হবে আশা ব্যক্ত করেছেন তিনি। 

সোমবার (১৯ জানুয়ারি) রংপুরের কাউনিয়ার তিস্তা ব্রিজসংলগ্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এসময় তিনি বলেন, ‘চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সবসময় পাশে থাকতে চায়। তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এই পরিদর্শন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। আশা করছি খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।’

এ সময় চীনা রাষ্ট্রদূত চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন।

এ দিন সকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে চলমান ও প্রস্তাবিত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করে পানি উন্নয়ন বোর্ড।

পরে তারা তিস্তা নদীতে নৌকা ভ্রমণ করেন। পরিদর্শন শেষে তারা দশ টুনুরঘাট এলাকায় যান এবং তিস্তা অববাহিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্তমান সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না। তবে প্রকল্পটি যাচাই-বাছাইয়ের জন্য চীনে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কোনো কারণ দেখছেন না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকল্পটি একটি বড় ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হওয়ায় এর প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যায় রংপুরে পৌঁছান চীনা রাষ্ট্রদূত। সেখানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়