আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকালে আশুলিয়ার গাজিরচট এলাকায় আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে থানা ছাত্র দলের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, থানা কৃষক দলের সভাপতি আবুল হোসাইন মুন্সী, থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রিপন শিকদার, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসাইন মিয়া ও ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ঈসমাইল হাবিব।এছাড়া থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাদবর এবং ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, “নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো জাতিকে নতুনভাবে দেখিয়েছে যে, সঠিক নেতৃত্ব, ভালো ব্যবহার এবং জনগণের জন্য ঝুঁকি নিলে একজন নেতা সম্মানের আসনে অধিষ্ঠিত হন। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।”
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।