ঢাকা-১৯ আসনে এনসিপি প্রার্থী দিলশানা পারুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বাইপাইলে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ঢাকা-১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের মনোনয়নপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় আশুলিয়ার বাইপাইল মোড়ে ‘জুলাই যোদ্ধা, ঢাকা-১৯’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাভার ও আশুলিয়ার কয়েকশ’ মানুষ অংশ নেন। তারা হাতে হাত ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, দিলশানা পারুল আওয়ামী লীগের দোসর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী, শাহবাগী ও ইসলামবিদ্বেষী, এমন পরিচয়ের কারণে তাকে ঢাকা-১৯ আসনে প্রার্থী করা গ্রহণযোগ্য নয়।
বক্তারা অবিলম্বে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে ঢাকা–আরিচা মহাসড়ক ও নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধন শেষে আয়োজকরা জানান, তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।