রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিমপুর সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে লালবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়