শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইলেকশন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: আইজিপি

সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলেও কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, ‘ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’

আগামী নির্বাচন উপলক্ষে শনিবার খুলনা মহানগর পুলিশ লাইনসে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইজিপি।

তিনি জানান, নির্বাচনের আগে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে মাঠে থাকা প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বাহারুল আলম বলেন, ‘আগের মতো অযথা কাউকে হয়রানি না করে আইনশৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য। ক্রসফায়ার বা নাটকীয় ভয় সৃষ্টি করা দুর্বল প্রশাসনের কাজ, আমরা তা করতে চাই না।’

আইজিপি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতোমধ্যে ২১ জন দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরও ৩১ জনের প্রক্রিয়া চলছে। বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। জানুয়ারিতে এ বিষয় প্রকাশ করা হবে।’

তিনি জানান, যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয়, এমন কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে নির্বাচন সামনে রেখে খুলনায় পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন আইজিপি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়