শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মার্শাল আর্ট গ্রেডিং টেস্ট–২০২৫: ভেড়ামারায় পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত।

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা শাখায় ওস্তাদ ভাই কমব্যাট মার্শাল আর্ট এন্ড ট্রাডিশনাল লাঠি ফাইটের আয়োজনে ‘মার্শাল আর্ট গ্রেডিং টেস্ট–২০২৫’ উপলক্ষে পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম সেলিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ-ভাই মার্শাল আর্টের কেন্দ্রীয় প্রশিক্ষক মো. আলাউদ্দিন আলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেড়ামারা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাসুদ হাসান, প্রকৌশলী রকিব হাসান, প্রকৌশলী বাবুল আক্তার, ভেড়ামারা সরকারি কলেজের আইসিটি প্রদর্শক মাহাবুব ইসলাম, সাতবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমীরা শ্যামা এবং প্রশিক্ষক ফাতেমা আক্তার অন্তরা।

বক্তারা বলেন, আত্মরক্ষা, শারীরিক সুস্থতা, প্রতিযোগিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি—সব ক্ষেত্রেই মার্শাল আর্টের ভূমিকা অপরিসীম। এটি শুধু একটি লড়াইয়ের কৌশল নয়, বরং শৃঙ্খলা, নিয়মনীতি ও আত্মনিয়ন্ত্রণের একটি সুন্দর শিল্প। সুস্থ জাতি গঠনে মার্শাল আর্ট চর্চাকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা ১ম লেভেল সফলভাবে অতিক্রম করায় প্রধান অতিথি তাদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট, মেডেল ও সবুজ বেল্ট তুলে দেন। প্রশিক্ষণার্থীদের অর্জনে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে।

অনুষ্ঠানটি মার্শাল আর্ট চর্চায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে, যা ভবিষ্যতে সুস্থ ও সচেতন সমাজ গঠনে আরও ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়