তাড়াশে চুলার আগুনে এক পরিবারের সবকিছু হারানোর কান্না
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় চুলার আগুনে মানিক নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার রান্নার চুলা থেকেই হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে ধোঁয়ায় এলাকা অন্ধকার হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দৌড়ে এসে পানি ঢালাসহ প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুরো বসতঘরটি ভস্মীভূত হয়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
ঘর হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান জরুরি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।