বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা 

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন বিজেএম কলেজ মাঠে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিজিএম কলেজ মাঠে ভেড়ামারা উপজেলা থেকে   মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে যে সকল কৃতী শিক্ষার্থীরা জি পি এ -৫ পেয়েছে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।  এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ৩৬ জন ও উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়ের ৯৫ জনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট  তুলে দেওয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ভেড়ামারা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান  বি জে এম ডিগ্রি  কলেজের পরিচালনা পরিষদের  সভাপতি শাহাজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: মাসরুর উল আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক হাজী আতিয়ার রহমান,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী  অ্যাডভোকেট বুলবুল আবু সাইদশামিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজেএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়