বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশ রক্ষায় ধানের শীর্ষে ভোট দিন: শান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং   মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত বলেছেন, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনমানুষে আস্থার পথিক ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সিংগাইর  হরিরামপুর অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। পরবর্তীতে স্বৈরাচার সরকার ক্ষমতার অতিষ্ট হয়ে এলাকার উন্নয়ন বাদ দিয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। জনগণের সম্পদ লুটপাট করেছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ আজহার মোল্লার সভাপতিত্বে ও হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ কায়সার রানার  সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান খান কালু,

হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ আরজু, হাটিপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মোসলেম উদ্দীন খান (মেম্বার), হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মোস্তফা কামাল, হাটিপাড়া ইউনিয়ন যুবদলে কর্মী মোঃ শাকিল মিয়া প্রমূখ। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়