বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে তিন বেকারি মালিককে আর্থিক জরিমানা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় তিন বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এ জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নকলায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈনি করছিল কয়েকটি বেকারি। এমন সংবাদে পৌর শহরের রাতুল, আল-মমিন ও আল-কাইয়ুম বেকারিতে অভিযান পরিচালনা করে নকলা উপজেলা প্রশাসন।

এসময় অভিযোগ প্রমানিত হওয়ায় তিন বেকারি মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়